কার্য পরিধিঃ
ওয়ার্ড পর্যায় থেকে জেলা পর্যায়ে ১০০ শয্যা পর্যন্ত সকল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অবকাঠামো/ স্থাপনা সমূহের নির্মাণ, উন্নীতকরণ, সম্প্রসারণ, মেরামত ও সংস্কার কাজ বাস্তবায়নের দায়িত্ব স্বাস্থ্য প্রকৌশলঅধিদপ্তর (এইচইডি) এর উপর ন্যস্ত করা আছে।এছাড়া মন্ত্রণালয়ের নির্দেশে জেলা হাসপাতাল, জাতীয় পর্যায়ের হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, মেডিকেলকলেজ ও হাসপাতাল নির্মাণ, উন্নীতকরণ, সম্প্রসারণ, মেরামত ও সংস্কার কাজ ও এইচইডি কর্তৃক বাস্তবায়িত হয়।
বিভাগ ভিত্তিক কার্য বন্টনঃ
এইচইডি’র কর্ম পরিধি অনুযায়ী ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি ক্লিনিক নির্মাণ, মেরামত ও সংস্কার কাজ, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রনির্মাণ, উন্নীতকরণ, মেরামত ও সংস্কারকাজ, উপজেলা পর্যায়ে নতুন ৩১/৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নির্মাণ কাজ, বিদ্যমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহকে ৩১ শয্যাথেকে ৫০শয্যায় উন্নীতকরণ কাজ, নতুন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রনির্মাণ, জেলা/ উপজেলা ষ্টোর নির্মাণ কাজ, ম্যাটস্, এফডব্লিউভিটিআই, আইএইচটি, নার্সিং ইনষ্টিটিউট, নার্সিংকলেজ, ডায়াবেটিক হাসপাতাল, শিশু হাসপাতাল ইত্যাদি নির্মাণ সহ মন্ত্রণালয় নির্দেশিত অন্যান্য কাজ ও স্বাস্থ্য প্রকৌশলঅধিদপ্তর (এইচইডি) এর উপর ন্যস্ত রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS